পাপিয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ফেব্রুয়ারি ২৯, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি সাভার

পাপিয়ার সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভবন উদ্বোধন শেষে তিনি কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। এখনো দুর্নীতি ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ধরনের অপরাধীদের কোনো রকম ছাড় দেয়া হবে না।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়ার জামিন দেয়া-না দেয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার এবং এটা আদালতের নিজস্ব এখতিয়ার।

তিনি বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচার বিভাগের ওপর সরকারের কোনো হাত নেই। খালেদা জিয়ার জামিন নিয়ে আদালত যা করছেন, সেটা ভেবেচিন্তে এবং আইন অনুযায়ী করছেন।

সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান, মাদ্রাসার সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়া, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫