‘উইকেট খুঁজে বের করুন’

প্রকাশ: ফেব্রুয়ারি ২৯, ২০২০

রকম একটি ধাক্কা দলের জন্য ভালো এটা আপনার মানসিকতা বদলে দিতে পারে রিপোর্ট পড়তে পড়তে আপনি হয়তো কিছুটা হলেও জেনে গেছেন আসলেই মানসিকতা বদলাতে পেরেছে কিনা রবি শাস্ত্রীর ভারত প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে বিধ্বস্ত হয়ে যে দল এখন ফেরার পথ খুঁজছে কিন্তু আত্মবিশ্বাসী কিউইরা নিশ্চিতভাবেই খুব সহজে ফিরতে দেবে না ভারতকে না হারলেই যে সিরিজ জয়ের হাতছানি! ওয়েলিংটনের পর ক্রাইস্টচার্চেও তাই এখন কাঁটা বিছিয়ে অতিথি বরণে প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাগতিকরা

কী সেই কাঁটা? ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইটারে একটু ঘুরে এলেই বুঝতে পারবেন যেখানে উইকেটের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে উইকেট খুঁজে বের করুন অর্থাৎ আউটফিল্ডের সঙ্গে উইকেটের রঙের কোনো পার্থক্য নেই সবুজ আর সবুজ সেই গতি বাউন্সে আমন্ত্রণ বিরাট কোহলিদের সামনে এমন উইকেটের চ্যালেঞ্জটা কতটা কঠিন তা প্রথম ম্যাচেই হাড়ে হাড়ে টের পাওয়া গেছে সাফল্যের সেই পথ তাই বদলায়নি কেন উইলিয়ামসনের দল যদিও ভারতীয় দল মনে করছে এখানে খেলাটা হয়তো বেসিন রিজার্ভের চেয়ে কিছুটা সহজই হবে যদিও মাঠের খেলাতেই পরিষ্কার হবে সেটা

শাস্ত্রী অবশ্য সেই হার থেকে নানা ধরনের শিক্ষা নিতে চাইছেন বলেছেন, আপনি যখন একটানা জিততে থাকবেন, তখন একটা নির্দিষ্ট মানসিক অবস্থার সৃষ্টি হয় এখানে যা ঘটেছে তার ওপর যদি চোখ রাখেন, তবে দেখবেন শেখার জন্য অনেক কিছুই আছে আমরা জানি নিউজিল্যান্ড এখন কী ভাবছে এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিতে পারব পাশাপাশি নিজের শিষ্যদের আতঙ্কিত হতেও নিষেধ করেছেন তিনি, টেস্টে আমরা দারুণ সময় পার করেছি আমরা আটটা ম্যাচ খেলে সাতটাতেই জিতেছি একটি হারে একেবারেই আতঙ্কিত হওয়ার কিছু নেই এএফপি বিসিসিআই


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫