বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

সর্বনিম্ন ব্যয় ৩ লাখ ১৭ হাজার টাকা

প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) এর একটি হলো সাধারণ আর অন্যটি ইকোনমি। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজের মূল্য ধরা হয়েছে লাখ ৬১ হাজার ৮০০ আর ইকোনমি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে লাখ ১৭ হাজার টাকা। এটিই সর্বনিম্ন বেসরকারি হজ প্যাকেজ। তবে হজযাত্রীদের কোরবানি হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি। কোরবানির জন্য প্রত্যেককে ৫২৫ রিয়াল নগদ নিতে হবে।

গতকাল এক সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ দুটি ঘোষণা করেন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি বলেন, হজযাত্রীদের হজ প্যাকেজের টাকা আগামী ৩০ মার্চের মধ্যে এজেন্সিকে পরিশোধ করতে হবে। কোনো এজেন্সি হজ প্যাকেজের সর্বনিম্ন মূল্যের চেয়ে কম টাকা নিতে পারবে না বলে জানান তিনি।

হজযাত্রীদের বাড়তি বিমান ভাড়া নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে হাব সভাপতি বলেন, না সন্তুষ্ট নই। এবার কোনো কারণ ছাড়া ১২ হাজার টাকা বাড়তি বিমান ভাড়া ধরা হয়েছে। হজ প্যাকেজে সেটা কমানো হয়েছে মাত্র হাজার টাকা। এখনো ১০ হাজার টাকা বিমান ভাড়া বাড়তি রয়েছে। আমরা বর্ধিত বিমান ভাড়া কমানোর দাবি জানাচ্ছি।

সময় হাব মহাসচিব ফারুক আহমদ সরদার, সহসভাপতি ইয়াকুব শরাফতি, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫