হিলিতে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি হিলি

সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে দুই বাহিনীর মধ্যে এ পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক জানান, সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ মানুষের ওপর গুলিবর্ষণ না করা, সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত এলাকা থেকে কাউকে গ্রেফতার না করার বিষয় নিয়ে দুই বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আলোচনা করা হয়। এ বিষয়গুলো নিয়ে আমরা উভয় পক্ষই একমত পোষণ করেছি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫