রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত: রিভা গাঙ্গুলী

প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি কক্সবাজার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন চায় ভারত সরকার। তারা যাতে স্বদেশে ফিরে যেতে পারে, সেজন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি আমরা। গতকাল দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প এক্স-৪ এ রোহিঙ্গাদের মধ্যে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন তিনি। 

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নেও ভারতের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। যেহেতু এটি মুজিব বর্ষ, তাই আমরা বাংলাদেশের পাশে থাকব।

এর আগে সেলাই মেশিন বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।  এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার

মাহবুব আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫