ময়মনসিংহে ভাতিজা হত্যায় চাচার ফাঁসি

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাকে হত্যার দায়ে চাচা নূরে আলমকে (৬০) ফাঁসির আদেশ দিয়েছেন ময়মনসিংহের আদালত একই সঙ্গে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে গতকাল দুপুরে ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন রায় ঘোষণা করেন

মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহ সদরের মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলম তার ভাই আশরাফুল ইসলামের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ঘটনার দিন ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার সময় পথ আটকে মঈন উদ্দিনকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় পরে ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫