ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল মো. সাইফুল আলম

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকসহ বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে। ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনের স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। সাভারে নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন। গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করেছে বলে জানা গেছে।

বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন সাইফুল আলম। ডিজিএফআইয়ের ডিজি হিসেবে গত তিন বছর দায়িত্ব পালন শেষে মেজর জেনারেল সাইফুল আবেদীনকে গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশনের জিওসি করে পাঠানো হয়েছে সাভারে। সাভারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আকবর মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ?্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব পেয়েছেন। ডিএসসিএসসির কমান্ড্যান্টের দায়িত্বে থাকা মেজর জেনারেল এনায়েত উল্লাহ অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে সেনা সদর দপ্তরে নতুন দায়িত্ব পালন করবেন। এছাড়া অ্যাডজুট্যান্ট জেনারেল পদে থাকা মেজর জেনারেল হুমায়ুন কবির যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫