লড়ছে পূর্বাঞ্চল

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২০

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা লড়াইয়ে প্রথম ইনিংসে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলের লিড ২১৩ রান তবে উদ্যম হারায়নি গত আসরের রানার্সআপ পূর্বাঞ্চল পেসার আবু হায়দার রনির নেতৃত্বে সাঁড়াশি বোলিং আক্রমণে লড়াই জিইয়ে রেখেছে পূর্ব গতকাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণের সংগ্রহ উইকেট হারিয়ে ১২৫ রান উইকেট হাতে নিয়ে তাদের লিড ৩৩৮ রানের

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের ফাইনালে প্রথম দুদিন কর্তৃত্ব করেছে দক্ষিণ গতকাল তৃতীয় দিনে প্রথমে ব্যাট হাতে তানজিদ হাসান পরে বল হাতে রনির নৈপুণ্যে লড়াই জমিয়ে তুলেছে পূর্ব আগের দিনের ১১০/ নিয়ে খেলতে নেমে পূর্বের প্রথম ইনিংস শেষ হয় ২৭৩ রানে সদ্য অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তানজিদ খেলেন ৮২ রানের এক কার্যকরী ইনিংস বলা বাহুল্য, আগের ইনিংসে এটাই একমাত্র ফিফটি তানজিদ টনিকে উদ্দীপ্ত হয়ে ওঠে পূর্বের বোলাররা বিশেষ করে রনি তাকে সুযোগ্য সঙ্গ দেন বাকি দুই পেসার হাসান মাহমুদ রুয়েল মিয়া ৪১ রানে অপরাজিত থেকে সর্বোচ্চ স্কোরার মেহেদী হাসান

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণাঞ্চল: ৪৮৬/১০ ১২৫/ (বিজয় ১০, মাহমুদউল্লাহ ১৭, শামসুর ১৬, মেহেদী ৪১, রনি /৫১, হাসান /২২, রুয়েল /২২) পূর্বাঞ্চল: প্রথম ইনিংস ২৭৩/১০ (মাহমুদুল ৩৩, আফিফ ৪৭, তানজিদ ৮২, রাজ্জাক /১০২, সফিউল /৭২)


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫