২০২০ সাল

চীনে অ্যালুমিনিয়ামের ব্যবহার আবারো কমতে পারে

প্রকাশ: ফেব্রুয়ারি ২৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

অ্যালুমিনিয়ামের মোট বৈশ্বিক ব্যবহারের প্রায় অর্ধেকই ব্যবহার হয় চীনে। ২০১৯ সালে দেশটিতে ধাতব পণ্যটির ব্যবহারে বড় ধরনের পতন ঘটে। খাতসংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরেও ধারা অব্যাহত থাকতে পারে। দেশটির ধাতুবিষয়ক কনসালট্যান্সি আনতাইক সম্প্রতি তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

গত বছরে এক দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের অ্যালুমিনিয়াম ব্যবহারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। শুধু তা- নয়, ২০১৯ সালে গত ৩০ বছরের মধ্যে প্রথমবার দেশটিতে ব্যবহারিক ধাতুটির ব্যবহার শতাংশের বেশি কমেছে।

এদিকে ২০২০ সালে চীনে ধাতব পণ্যটির ব্যবহার আগের বছরের তুলনায় দশমিক শতাংশ কমে কোটি ৬৬ লাখ টনে নামতে পারে বলে জানিয়েছে আনতাইকের অ্যালুমিনিয়াম ডিপার্টমেন্টের পরিচালক ওয়াং হংফেই।

তবে ব্যবহার কমলেও ধাতুটির উৎপাদনে চাঙ্গা ভাব বজায় থাকতে পারে। আনতাইকের তথ্য অনুযায়ী, বছর চীনের কারখানাগুলোতে মোট কোটি ৭৪ লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদন হতে পারে, আগের বছরের তুলনায় যা দশমিক শতাংশ বেশি।

গত বছর চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন ২০১৮ সালের তুলনায় দশমিক শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে দেশটিতে ব্যবহারিক ধাতুটির উৎপাদনে এক দশকের মধ্যে প্রথমবার মন্দা দেখা গেছে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে মোট কোটি ৫০ লাখ ৪০ হাজার টন অ্যালুমিনিয়াম উত্তোলন হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে দেশটির অ্যালুমিনিয়াম উত্তোলন খাতে মন্দা দেখা গিয়েছিল। দশকজুড়ে প্রবৃদ্ধি বজায় থাকার পর ২০১৯ সালে এসে ফের মন্দার মুখে পড়েছে দেশটির অ্যালুমিনিয়াম উৎপাদন খাত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫