মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য ‘ঘাট ফি’ মওকুফ

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২০

বণিক বার্তা অনলাইন

মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের জন্য ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ ও লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের নৌপথে চলাচল সহজতর করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধিনস্থ বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন সকল ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ, সকল প্রকার লঞ্চঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তি আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হয়েছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫