নায়ক রাজ্জাককে উৎসর্গ করে...

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২০

ফিচার প্রতিবেদক

নায়করাজ রাজ্জাকের প্রস্থানের পর দেশের চলচ্চিত্র অঙ্গনের নানা সংগঠন তার নামে কোনো স্থাপনা বা অন্যকিছুর নামকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো নায়করাজের নামে সড়ক কিংবা বিএফডিসির কোনো একটি ফ্লোর করা। আবার কেউ কেউ তার চেয়েও বেশি কিছু করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সময়। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও নায়করাজকে ঘিরে তেমন কিছুই করা হয়নি। তবে এবার একটি ঘটনায় রাজ্জাকের পরিবার অবাক ও বিস্মিত হয়েছে, তাতে কোনো ভুল নেই। তা হলো গত ২১ ফেব্রুয়ারি নায়করাজের স্ত্রী ও তার বড় ছেলে বাপ্পারাজ শ্রীমঙ্গলের রাধানগরে গিয়েছিলেনহারিমেটেজ গেস্ট হাউজ’-এ। সেখানে গিয়ে তারা দেখতে পান এখানকার একটি বাংলোর নাম রাখা হয়েছে রাজ্জাকের নামে। ছয় মাস আগে অতিথিশালার কর্ণধার আইনজীবী সুলতানা ফাইজুন্নাহার এটি নির্মাণ করে নতুন বাংলোটিকে নায়করাজ রাজ্জাককে উৎসর্গ করেন। উৎসর্গ পত্রে লেখা আছেনায়করাজ রাজ্জাক স্মরণে-যিনি এই পর্ণকুটিরে একাধিকবার পদধূলি দিয়াছেন। নিজের বাবার নামে বাংলো উৎসর্গ দেখে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বাপ্পারাজ। বিষয়টি নিয়ে তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যে বারবার চোখের জল ফেলছিলেন। বাপ্পারাজ বলেন, ‘আমরা সুলতানা ফাইজুন্নাহারের কাছে ভীষণ কৃতজ্ঞ। আব্বা চলে যাওয়ার পর অনেকেই অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুঝতে পেরেছিলাম, কিছুই হবে না। দিন-সময় দুটোই যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এত দূরে এসে এ রকম উদ্যোগ দেখতে পাব তা কখনো ভাবিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫