ইউআইইউতে চাকরি মেলা শুরু

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২০

ফিচার প্রতিবেদক

ন্যাশনাল জব ফেয়ার ২০২০ শিরোনামে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মেলার উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে এ মেলায় দেশসেরা প্রায় শখানেক নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. হাসনান আহমেদ। নিয়োগকর্তারা স্পট ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করে সেখানেই নিয়োগ চূড়ান্ত করবেন। দুইদিনে ২০-২৫ হাজার প্রার্থী এ মেলায় অংশ নিচ্ছেন।

নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে এসিআই, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আরলা ফুডস, বাংলালিংক, বিক্রয় ডটকম, বিকাশ, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওডমেডিক্স, হোন্ডা, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, রেকিট বেনকিজার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রবি, রেনাটা, সিঙ্গার বাংলাদেশ, নাভানা গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, একমি ল্যাবরেটরিজ, মেটলাইফ, থেরাপ, কাজী আইটি, চালডাল ডটকম, প্রিয় শপ ডটকম, কোডার্স ট্রাস্ট, ইগলু আইসক্রিম, উত্তরা মটরস, বিজেআইটি, বিইউএলসি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, কিউবিক এডুকেশন, ডাটা পাথ, ডিনেট, ডটলাইনস, ড্রিম জোন, ইওন গ্রুপ, এক্সেল টেকনোলজি, এক্সপো গ্রুপ, জেনুইন টেকনোলজি, বিজ ক্যারিয়ার, বিপ্রপার্টি, গ্রো এন এক্সেল, এইচআর বাংলাদেশ, আইডিএলসি ফিন্যান্স, আইপিডিসি ফিন্যান্স, ইনপেস ম্যানেজমেন্ট, জেএমআই, লিন্ডে বাংলাদেশ, এলএসএফ, মুন্সি গ্রুপ, নিউরাল, নিউওয়ে, নেক্সট সোর্সিং, পিএফইসি, সার্ভিস ইঞ্জিন বিপিও, এসএসএল ওয়্যারলেস, স্টেপ ফুটওয়্যার, স্টাডি অ্যাবরোড, বাংলাদেশ রেটিং এজেন্সি, ওয়েলকাম স্কিল ইত্যাদি।

বাড্ডার মাদানি এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউআইইউর ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রারার অধ্যাপক এএসএম সালাউদ্দিন, ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের পরিচালক মঞ্জুরুল হক খান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ চাকরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫