পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে তুরস্ক নির্মিত বৈদ্যুতিক রেল

প্রকাশ: ফেব্রুয়ারি ২৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

আগামী ২৯ মে প্রথমবারের মতো তুরস্ক নির্মিত বৈদ্যুতিক রেল চালু হচ্ছে শুক্রবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেন তুরস্কের শিল্প প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ভারাঙ্ক খবর আনাদোলু

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাকারিয়া প্রদেশের টার্কিশ ওয়াগন ইন্ডাস্ট্রি পরিদর্শনে গিয়ে মোস্তফা ভারাঙ্ক জানান, চালু হতে যাওয়া বৈদ্যুতিক রেলের ঘণ্টায় গতিবেগ থাকবে ১৬০ কিলোমিটার

আগামী সেপ্টেম্বর থেকে ওই ট্রেন সেবা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে পরবর্তী ধাপে ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগের উচ্চ গতির ট্রেন নিয়ে আসার পরিকল্পনার কথা জানান শিল্প প্রযুক্তিমন্ত্রী

ভারাঙ্ক বলেন, আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করছি নিজস্ব সেবা চালুর পরপর আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে দাঁড়াতে চাই

গত ১৭ বছরে পরিবহন অবকাঠামো খাতে ৩৩ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে তুরস্ক হাজার ৫০৯ কিলোমিটার নতুন একটি রেললাইন নির্মাণ শেষ হলে তুরস্কের রেললাইনের দৈর্ঘ্য দাঁড়াবে ১৭ হাজার ৫২৫ কিলোমিটার


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫