‘নাৎসি শিকারি’ আল পাচিনো...

প্রকাশ: ফেব্রুয়ারি ২৩, ২০২০

ফিচার ডেস্ক

পর্দায় পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র একটি টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আল পাচিনো অ্যামাজন প্রাইমের জন্য নির্মিত তার অভিনীত হান্টারস নামে নতুন শোটি সম্প্রতি মুক্তি দেয়া হয়েছে সিরিজের গল্প ১৯৭০-এর দশকের একদল নাৎসি শিকারিদের ঘিরে গড়ে উঠেছে এমন গল্পে সিরিজটি নির্মাণ হওয়া নিয়ে কৌতুহলের মাত্রা আরো বেড়ে যাওয়ার কারণ, একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এটি নির্মাতার প্রয়াত দাদি, যিনি ভয়াবহ আক্রমণের হাত থেকে বেঁচে ফিরেছিলেন, তার একটি প্রণয়ের চিঠি গল্পটিকে আরো প্রাণবন্ত করে তুলবে বলেও আশা প্রকাশ করেছেন আল পাচিনো আমি ধরনের দীর্ঘ ১০ পর্বের কাজ কখনো করিনি তাই এগুলোকে ১২ ঘণ্টার চলচ্চিত্র মনে হচ্ছে’— রয়টার্সকে বলেন ৮০ বছর বয়সী আল পাচিনো আমেরিকান ড্রামা ওয়েব টেলিভিশন সিরিজ হান্টারস- আল পাচিনো অভিনয় করবেন মায়ার অফারম্যান চরিত্রে

সিরিজটির গল্প নিয়েও যেন মুগ্ধতার শেষ নেই আল পাচিনোর এটি একটি পাগল করা গল্প বটে যা- হোক, দুর্দান্ত হরর, সত্যিই ভীতিকর বিষয় এছাড়া ভারি, গভীর, মর্মান্তিক আবেগের মিশ্রণ এটি’—বলেন আল পাচিনো অভিনেতা সদ্য শেষ হওয়া ৯২তম অস্কার আসরে দি আইরিশম্যান ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন যদিও নেটফ্লিক্স প্রযোজিত ছবিটি কোনো পুরস্কার জিততে পারেনি এবারের অস্কার আসরে ফলে আল পাচিনোকে শূন্য হাতেই ফিরতে হয়েছে

হান্টারস সিরিজটির নির্মাতা ডেভিড ওয়েইল জানিয়েছেন, তিনি তার দাদির গল্পটি বলতে চান যুদ্ধদিনের ভয়াবহ সব অভিজ্ঞতা, যা দাদি তার শৈশবে গল্পের ছলে শোনাতেন এত অল্প বয়সে তাদের কমিক বুকের চরিত্র সুপারহিরো মনে হতো’—বলেন ডেভিড সময় তিনি জানান, সিরিজটি যে গল্পকে ঘিরে এগিয়ে যাবে এবং যে গল্প তার দাদি তাকে বলতেন, সেসব গল্পকে তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান একই সঙ্গে ভয়াবহ যুদ্ধের নৃশংসতার গল্পটি তুলে ধরতে চান, যাতে আগামীতে রকম অমানবিকতার পুনরাবৃত্তি না ঘটে 

সূত্র: নিউইয়র্ক টাইমস রয়টার্স


 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫