গবেষণা প্রতিবেদন

দ্রুত প্রাতিষ্ঠানিক মুনাফা বৃদ্ধিতে সহায়তা করছে এআই

প্রকাশ: ফেব্রুয়ারি ২৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

বিশ্বজুড়ে যেসব প্রতিষ্ঠান আর্থিক অন্যান্য কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্ভাবনাময় প্রযুক্তির ব্যবহার করছে, তাদের বার্ষিক মুনাফা ৮০ শতাংশ দ্রুত বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি ওরাকল এবং এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি গ্রুপের যৌথ গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে খবর ইলেকট্রনিক স্পেসিফায়ার

বিশ্বব্যাপী ১৩টি দেশের ৭০০ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ওপর ইমার্জিং টেকনোলজিস: দ্য কম্পিটিটিভ অ্যাজ ফর ফিন্যান্স অ্যান্ড অপারেশনস শীর্ষক গবেষণাটি পরিচালিত হয় গবেষণা ফলাফলে দেখা যায়, এআই, ইন্টারনেট অব থিংস (আইওটি), ব্লকচেইন, ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মতো সম্ভাবনাময় প্রযুক্তিগুলো ব্যবহারের ফলে বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অভাবনীয় সাফল্য অর্জন করছে এবং প্রতিযোগিতামূলক নানা সুবিধা পাচ্ছে

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, আর্থিক ব্যবস্থাপনায় যথার্থতা দক্ষতা বৃদ্ধি করছে এআই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভুলের হার গড়ে ৩৭ শতাংশ কমেছে বিশ্বব্যাপী ৭২ শতাংশ প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে আরো ভালোভাবে ব্যবসায়িক অবস্থান কার্যকারিতা মূল্যায়ন করতে পারছে এছাড়া ৮৩ শতাংশ কর্মকর্তা মনে করেন, আগামী পাঁচ বছরের মধ্যে স্বয়ংক্রিয় আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ৩৬ শতাংশ উৎপাদন বৃদ্ধি করবে এআই প্রযুক্তি অর্থনৈতিক বিশ্লেষণের গতি ৩৮ শতাংশ বেগবান করে

ওরাকল এসএএএস (সাস) প্রডাক্ট মার্কেটিংয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জুয়াজেন লিন্ডনার বলেন, এআই, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন এবং ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মতো প্রযুক্তি বিভিন্ন প্রতিষ্ঠানকে দ্রুততার সঙ্গে বিভিন্ন পণ্য সেবা উন্মোচনের সুযোগ করে দিচ্ছে তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকার সুযোগ সৃষ্টি করছে যেসব প্রতিষ্ঠান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আরো পাকাপোক্তভাবে প্রযুক্তিগুলো গ্রহণ করেছে, তারা অধিক মুনাফা অর্জন করছে

তিনি বলেন, এআই এবং আইওটির মতো সম্ভাবনাময় প্রযুক্তিগুলো এখন মূলধারায় চলে এসেছে যেসব প্রতিষ্ঠান এখনো প্রযুক্তিগুলো গ্রহণ করেনি, তারা তাদের ব্যবসাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে আমাদের গ্রাহকদের সহায়তা প্রদানের জন্য আমরা সর্বদাই বিভিন্ন ব্যবসায়িক প্রক্রিয়ায় এসব প্রযুক্তির সম্মেলন ঘটিয়ে যাচ্ছি, যেন তারা পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এবং তাদের ব্যবসায় এসব প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারে

এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি গ্রুপের রিসার্চ অ্যান্ড অ্যানালিস্ট সার্ভিসের ইভিপি জন ম্যাকনাইট বলেন, গবেষণাটি স্পষ্টতই বলে দিচ্ছে, প্রযুক্তিগুলো পরীক্ষামূলক অধ্যায় পেরিয়ে এখন বিস্তৃত আকারে ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে বিশেষত ব্যবসায়িক খাতে আর্থিক অপারেশনাল কাজে এআই আইওটি প্রযুক্তি দ্রুত পরিপূর্ণতা অর্জন করছে এছাড়া গবেষণাটিতে প্রতীয়মান হয়েছে প্রযুক্তিগুলো একে অন্যের পরিপূরক এবং বেশির ভাগ ক্ষেত্রে সম্মিলিতভাবে ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫