আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বেনাপোল সীমান্তে ভাষাপ্রেমীদের মিলনমেলা

প্রকাশ: ফেব্রুয়ারি ২২, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি যশোর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় সমবেত হয়েছিলেন দুই বাংলার ভাষাপ্রেমীরা সম্মিলিতভাবে ভাষাশহীদদের প্রতি সম্মান জানানোসহ নানা আয়োজনে সমাবেশ পরিণত হয় ভাষাপ্রেমীদের মিলনমেলায়

আয়োজনে বাংলাদেশের পক্ষে পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর- আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার . নেয়ামুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান, শার্শার উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, একুশ উদযাপন পরিষদের আহ্বায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁও পৌরসভার মেয়র শঙ্কর আঢ্য, দমদম পৌরসভার সিআইসি রিঙ্কু দে দত্ত প্রমুখ অংশ নেন অনুষ্ঠানে সাত গুণীকে মৈত্রী পদক দেয়া হয়

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চেকপোস্ট এলাকা দুই দেশের জাতীয় পতাকা, নানা রঙের ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয় ফুল মিষ্টি দিয়ে বরণ করা হলো ভারতীয় অতিথিদের

অনুষ্ঠানে অংশ নিতে এসে পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ধরনের আয়োজনে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫