আরো ১৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

প্রকাশ: ফেব্রুয়ারি ২২, ২০২০

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফিন্যান্সিংয়ের মাধ্যমে ১৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন দেশের একটি এসএমই ক্লাস্টারের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা এবং সারা দেশের নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ দেয়া হবে গত ১০ বছরের ধারাবাহিকতায় এবারো ঋণের বিপরীতে সর্বোচ্চ শতকরা মাত্র ভাগ সুদ নিতে পারবে প্রতিষ্ঠানটি

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে মাইডাস ফিন্যান্সিংয়ের সঙ্গে আলাদা দুটি চুক্তি সই করেছে এসএমই ফাউন্ডেশন সম্প্রতি ফাউন্ডেশনের নির্বাহী সভাকক্ষে ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং মাইডাস ফিন্যান্সিংয়ের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান এসব চুক্তি সই করেন

চুক্তি অনুযায়ী পাঁচ বছরে সারা দেশের উৎপাদন সেবা খাতের নারী উদ্যোক্তারা পাবেন ১০ কোটি টাকা এবং বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারের উদ্যোক্তারা ঋণ পাবেন কোটি টাকা প্রত্যেক উদ্যোক্তা সর্বনিম্ন লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন চলতি মূলধন, মূলধনি যন্ত্রপাতি ক্রয়, টেকনোলজি উন্নয়ন সিজনাল ঋণের মেয়াদ তিন বছর এখন পর্যন্ত এসএমই সাতটি চুক্তির আওতায় মাইডাস ফিন্যান্সিংয়ের মাধ্যমে ঢাকার ধোলাইখাল বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার এবং তরুণ ২১১ উদ্যোক্তাকে ১০ কোটি ৬৬ লাখ টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন  বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫