অমিতাভ বচ্চনের একটি পোস্টার এবং রেখার মন্তব্য...

প্রকাশ: ফেব্রুয়ারি ২২, ২০২০

ফিচার ডেস্ক

সেই পুরনো আমল থেকেই যেন বলিউডের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে রেখা অমিতাভ বচ্চনের মধ্যকার সম্পর্কের বিষয়টি না চাইলেও দীর্ঘ সময় ধরে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলতে বলতে রেখাও যেন অভ্যস্ত হয়ে উঠেছেন মজার ব্যাপার হলো, প্রসঙ্গটি উঠলে এখনো রেখা হাস্যরসের সঙ্গে চমত্কারভাবে এর উত্তর দেন, যা তিনি আবারো প্রমাণ দিলেন সম্প্রতি একটি দিনপঞ্জির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোকচিত্রী শিল্পী ডাব্বু রত্মানির সামনে সাম্প্রতিক সময়ে রেখার বহু স্থিরচিত্র তুলেছেন তিনি

মূলত ঘটনার শুরু হয় অনুষ্ঠানস্থলে বিগ বি অমিতাভ বচ্চনের একটি পোস্টারের পাশে রেখার দাঁড়ানোকে ঘিরে রেখা যখন ডাব্বুর মেয়ে কিয়ারার সঙ্গে মঞ্চজুড়ে শ্যাশিং করছিলেন, তখন আলোকচিত্রীরা তাকে বচ্চনের ছবির কাছে থামতে এবং ছবিটি দেখার জন্য বলেন এর এক পর্যায়ে রেখা হাসি দিয়ে বলে ওঠেন ওহা ডেঞ্জার জোন হ্যায় রেখার মুখ থেকে এমন কথা শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন সময় রেখা কথা বলা বন্ধ করেন এবং এখানেও কৌতুকের সঙ্গে বলেন, পাপারাজ্জিদের যা নেয়ার তা তারা পেয়ে গেছে

সফল তারকা জুটি হিসেবে সত্তরের দশকে একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন অমিতাভ-রেখা পর্দার পাশাপাশি একসময় বাস্তব জীবনেও তাদের প্রেমের খবর চাউর হয়, গুঞ্জনের ডালপালা মহীরুহ আকার ধারণ করতে থাকে বলিউডজুড়ে বিবাহিত অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার রহস্যময় প্রেমের খবর নিয়ে একের পর এক তোলপাড় করা সংবাদ প্রকাশ পেতে থাকে সবখানে ১৯৮১ সালে মুক্তি পায় অমিতাভ, রেখা জয়া অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি সিলসিলা মূলত ছবির পর আর কোনো ছবিতে অমিতাভ-রেখা জুটিকে দেখা যায়নি গত বছর আনিস বাজমির ওয়েলকাম ব্যাক ছবিতে অমিতাভের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে রাজি হয়েছিলেন রেখা কিন্তু শেষ মুহূর্তে ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী এরপর থেকে শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিজীবনেও দূরত্ব তৈরি হয় দুজনার সম্পর্কে এমনও দেখা গেছে, কোনো অনুষ্ঠানে মুখোমুখি হওয়া মাত্রই দুজন দুপথে হেঁটে গেছেন

 

সূত্র: ডেকান ক্রনিক্যালস



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫