কুমিল্লায় আটক চার বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি

প্রকাশ: ফেব্রুয়ারি ২১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা চার বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি

গতকাল সকাল ৯টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় তবে আটককৃত বিএসএফ সদস্যদের নাম জানা যায়নি

সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ মো. সামছুল হক জানান, বিএসএফ সদস্যরা ভারতের একজন চোরাকারবারিকে আটকের জন্য ধাওয়া করেন বিএসএফ সদস্যরা এক পর্যায়ে তারা বাংলাদেশের ২০০ গজ ভেতরে চলে আসেন সময় তাদের দেখতে পেয়ে টহলে থাকা বিজিবির সদস্যরা আটক করে সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন দুপুরে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের চার সদস্যকে হস্তান্তর করা হয় বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫