প্রস্তুতিতে পাকিস্তানকে হারাল সালমারা

নারী বিশ্বকাপ শুরু আজ

প্রকাশ: ফেব্রুয়ারি ২১, ২০২০

ক্রীড়া প্রতিবেদক

রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তান নারী দলকে হারিয়েছে বাংলাদেশের নারীরা জয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিলেন সালমা খাতুনরা শেষ ওভারে পাকিস্তানের মেয়েদের প্রয়োজন ছিল ১০ রান, হাতে ছিল উইকেট জাহানারা আলমের করা প্রথম বলে রান নিয়ে ব্যবধানটা আরো কমিয়ে আনেন পাকিস্তানি ব্যাটার আলিয়া রিয়াজ কিন্তু পরের বলে তাকে বোল্ড করে ম্যাচের পাল্লাটা নিজেদের দিকে টেনে নেন জাহানারা পরের বলে রান নিলেও চতুর্থ বলে আউট হয়ে যান ডায়ানা বেগ দুই বল আগেই পাকিস্তানকে গুটিয়ে দিয়ে বাংলাদেশ পায় রানের জয় এদিকে নারী টি২০ বিশ্বকাপের সপ্তম আসর শুরু হচ্ছে আজ

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট স্বাগতিক অস্ট্রেলিয়া ভারত এবারে ১০ দলের আসরে গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড শ্রীলংকা বি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান থাইল্যান্ড সালমারা মিশন শুরু করবেন ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ ভারত বলা বাহুল্য, এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা যদিও টি২০ বিশ্বকাপে লাল-সবুজের দল সেভাবে মেলে ধরতে পারেনি নিজেদের সর্বশেষ দুটো টুর্নামেন্টে চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ একমাত্র জয়টি ২০১৬ বিশ্বকাপে ওই আসরে শ্রীলংকাকে রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা এবার মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নতুন বার্তাই যেন দিয়ে দিলেন সালমারা

গতকাল পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছিল উইকেটে ১১১ রান লক্ষ্যটা বড় ছিল না পাকিস্তানের সামনে কিন্তু তাড়া করতে নেমে মোটেই স্বস্তিতে ছিল না তারা ওপেনার জাভেরিয়া খান ছাড়া আর কেউই বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি ২৩ রানের মাঝেই তারা হারায় উইকেট দলীয় ১০ রানের মাথায় আয়েশা নাসিমকে ফিরিয়ে শুরুটা করেন অধিনায়ক সালমা খাতুন এরপর দলীয় ১৮ রানে ফিরে যান অধিনায়ক বিসমাহ মারুফ তাকে ফেরান জাহানারা এরপর উমাইমা সোহাইলকেও ফেরান সালমা কিছুটা প্রতিরোধ গড়ে পাকিস্তানকে ৫০ রানে নিয়ে যান জাভেরি নিদা দার পান্না ঘোষের বলে ফিরে যান ১৪ রান করা নিদা খাদিজা তুল কুবরা ফিরিয়ে দেন ইরাম জাভেদকে ৫৯ রানে পাকিস্তান হারায় উইকেট ৭৮ রানে ভেঙে যায় জাভেরিয়ার প্রতিরোধও ৪১ রান করা জাভেরিয়াকেও ফিরিয়ে দেন খাদিজা পরে প্রান্ত আগলে চেষ্টা করেন আলিয়া কিন্তু শেষ ওভারে ১৮ রান করা এই ব্যাটার ফিরলে নিশ্চিত হয় পাকিস্তানের হার বাংলাদেশের হয়ে ২২ রান দিয়ে উইকেট নেন জাহানারা ১১ রান দিয়ে উইকেট নেন খাদিজা

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রানের মধ্যে শামিমা সুলতানা সানজিদা ইসলামকে হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ সময় বিপদ হয়ে দাঁড়ায় রানআউট টপ অর্ডারের তিন-তিনজন ব্যাটসম্যান রানআউট হয়ে যান সানজিদার পর রানআউটের ফাঁদেই কাটা পড়েন নিগার সুলতানাও (১৩) প্রান্ত আগলে দারুণ ব্যাট করা মুরশিদা ফিরে যান দলীয় ৮৩ রানে তিনি করেন সর্বোচ্চ ৪৩ রান পরে ফারজানার ২১ রিতু মনির ১৪ রানে ভর দিয়ে ১১১ রানে থামে বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ১১১/ (মুরশিদা ৪৩, ফারজানা ২১, রিতু ১৪*; আয়মান /১২, সাদিয়া /১০) পাকিস্তান নারী দল: ১৯. ওভারে ১০৬/১০ (জাভেরিয়া ৪১, আলিয়া ১৮, নিদা ১৪; জাহানারা /২২, খাদিজা /১১ সালমা /২৮) ফল: বাংলাদেশ রানে জয়ী


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫