রোমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

প্রকাশ: ফেব্রুয়ারি ২০, ২০২০

ইতালি সংবাদদাতা

যথাযোগ্য মর্যাদায় এবং সুষ্ঠুভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে ইতালির রোমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রোমে বাংলাদেশ দুতাবাসের উদ্যোগে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, আমাদের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস বিদেশীদের মাঝেও ছড়িয়ে দিতে হবে। দূতাবাসে নির্মিত শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অমর একুশের সূচনা হবে। এসময় দলমত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশীদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করেন তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজী, সম্পাদক হাসান ইকবাল, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহ-সভাপতি হাবিব চৌধুরী, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, শাহ আলম, লিটন হাজারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ ।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূতাবাস উদ্বোধনকালে এখানে নির্মিত শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই শহীদ মিনারটি উদ্বোধন করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫