মার্চের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ফেব্রুয়ারি ২০, ২০২০

কূটনৈতিক প্রতিবেদক

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিতে মার্চের শেষ সপ্তাহে জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০-৩১ মার্চ সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরকালে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী জাপান। ২০১৯ সালের মে মাসের শেষ দিকে জাপানে অনুষ্ঠিত নিক্কে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সে সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দেশটির আড়াই বিলিয়ন মার্কিন ডলারের ওডিএ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২০ সালেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চায় জাপান। তাই বিখ্যাত সাকুরা ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপান সফরের আমন্ত্রণ জানায় দেশটি। প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠকে সম্পর্কের সার্বিক হালনাগাদ তথ্য পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে ২০২৫ সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জাপান। বৈঠকে জাপানের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি এক্সপো আয়োজনে ঢাকার সমর্থন পেতে চায় তারা। এছাড়া ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে প্রার্থী হতে আগ্রহী জাপান। এতেও ঢাকাকে পাশে চায় টোকিও।

জাপান সফরে নতুন কোনো চুক্তির সম্ভাবনা না থাকলেও সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। বণিক বার্তাকে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আরো সক্রিয় ভূমিকা রাখতে চায় জাপান। এতে বন্ধু রাষ্ট্রগুলোকে নিজ পক্ষে রাখতে চায় তারা। তাই গত বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করে ২০২০ সালের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপান সফরের আমন্ত্রণ জানান। এর পরিপ্রেক্ষিতে আগামী মার্চের শেষ সপ্তাহে সফরের বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, জাপানের পক্ষ থেকে ৩০-৩১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের জন্য সময় চেয়েছিল। কেননা এ সময়ে সফর করলে জাপানের সাকুরা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রধানমন্ত্রী। এছাড়া জাপানের সম্রাটের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী দেশে না থাকায় তার সঙ্গে সাক্ষাৎ হয়নি।

গত বছরের মে মাসের শেষ দিকে নিক্কের উদ্যোগে আয়োজিতফিউচার অব এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের ৪০তম ওডিএ সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। এ অর্থ দিয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, মাস র্যাপিড ট্রানজিট-এমআরটিসহ মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এটি বাংলাদেশের পাওয়া এক বছরে সবচেয়ে বড় অর্থ সহযোগিতা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫