শিগগির সিলেট চট্টগ্রাম-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট —বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী

প্রকাশ: ফেব্রুয়ারি ২০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, শিগগির সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু হবে সিলেটের মতো চট্টগ্রামের মানুষও সরাসরি ফ্লাইট চান সবার সুবিধার্থে সিলেট থেকে চট্টগ্রামে ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হচ্ছে গতকাল সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি হোটেলের সম্মেলন কক্ষে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু এবং ফ্লাইটে পণ্য আমদানি রফতানি কার্যক্রম সহজতর করা নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক সিইও মো. মোকাব্বির হোসেন, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট অঞ্চলের কর কমিশনার রনজিত সাহা, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার গোলাম মো. মুনীর, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন

সিলেটে পর্যটন বিকাশে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়ে গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক তিনি অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. মাহবুব আলী বলেছেন, সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত রেলওয়ের যে পরিত্যক্ত রোপওয়ে রয়েছে, তা পর্যটন মন্ত্রণালয়ের অধীনে আনা হবে এটি অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে কাজে লাগানো হবে

তিনি বলেন, আমি মন্ত্রীর (রেল মন্ত্রণালয়ের) সঙ্গে আলাপ করব এটাকে ট্যুরিজমের আওতায় এনে যাতে আমাদের ট্যুরিজমকে আরো প্রমোট করা যায়, সে বিষয়ে চেষ্টা করব প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫