সেনাপ্রধানের সঙ্গে জাম্বিয়ার সেনাবাহিনী কমান্ডারের সাক্ষাৎ

প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২০

সেনাবাহিনী সদর দপ্তরে গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাম্বিয়ার সেনাবাহিনী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজ্যুই। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ জাম্বিয়ার সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং দ্বিপক্ষীয় প্রশিক্ষণ সহায়তাসহ সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে জাম্বিয়ার সেনাবাহিনী কমান্ডার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জে তিনি বৃক্ষরোপণ করেন। একই দিনে তিনি প্রধানমন্ত্রী, নৌ বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, জাম্বিয়ার সেনাবাহিনী কমান্ডারের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ছয়দিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার ঢাকায় আসেন। সফরকালে প্রতিনিধি দলটি রামু সেনানিবাস, বাংলাদেশ মিলিটারি একাডেমি, ন্যাশনাল ডিফেন্স কলেজ, সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা পরিদর্শন করবে। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫