জিম্বাবুয়ের মুখোমুখি বিসিবি একাদশ

প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২০

ক্রীড়া প্রতিবেদক

 দল ঘোষণা শেষ। টেস্ট ব্যর্থতা ঘুুুুচাতে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে ২২ ফেব্রুয়ারি। সেই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে বিচ্ছিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন ক্রিকেটাররা। কেউ কেউ খেলেছেন বিসিএলের ম্যাচ। তবে সেই ব্যস্ততাও শেষ হয়েছে গতকাল। এবার সবার মনোযোগ টেস্ট ম্যাচের ওপর। যে ম্যাচকে উপলক্ষ করে আজ থেকে আনুষ্ঠানিক প্রস্তুতিতে নামবে মুমিনুলরা। আগামী দুদিন জিম্বাবুয়ে অবশ্য ব্যস্ত থাকবে প্রস্তুতি ম্যাচ ঘিরে। সাভারে তারা মাঠে নামবে বিসিবি একাদশের বিপক্ষে। যেখানে রয়েছেন বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ দলের একাধিক তারকা। বিকেএসপিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৯টা ৩০ মিনিটে। ম্যাচটিতে অধিনায়কত্ব করবেন আল আমিন (জুনিয়র)

এদিকে মাঠে নামার আগে বাংলাদেশকে অস্বস্তিতে রাখছে শেষবার দুই দলের মুখোমুখি হওয়া ম্যাচটি। সিলেটে যে ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। ঢাকায় আসার পর থেকে সেই ম্যাচের কথা মনে করিয়ে দিচ্ছেন জিম্বাবুয়েন ক্রিকেটাররাও। তারা মরিয়া হয়ে আছে সেই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশকে হারাতে। গতকাল অনুশীলনে দলটির উইকেটরক্ষক রেগিস চাকাভাও জানালেন, তারা সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে চান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫