নেতৃত্ব ছাড়লেন ডু প্লেসি

প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২০

দক্ষিণ আফ্রিকা টেস্ট ও টি২০ দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ফাফ ডু প্লেসি। ৩৫ বছর বয়সী ডু প্লেসি জানান, কুইন্টন ডি ককের অধীনে আগামীর নেতৃত্ব তৈরিতে সাহায্য করতেই তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন। ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে ও টি২০ সিরিজে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেন ডি কক, যে দুটি সিরিজে বিশ্রামে ছিলেন ডু প্লেসি।

৩৬টি টেস্টসহ তিন ফরম্যাটে মোট ১১২ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেয়া ডু প্লেসি বলেন, ‘আমার ইচ্ছা ছিল মৌসুমের বাকিটা সময় টেস্ট এবং টি২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়া। কিন্তু কখনো কখনো নেতৃত্ব সবচেয়ে বড় গুণ হওয়া উচিত নিঃস্বার্থ হওয়া। আমি স্বাস্থ্যবান, ফিট, সবল ও উদ্দীপ্ত এবং দলে গুরুত্বপূর্ণ অবদান রেখে যেতে চাই, দলকে জেতাতে চাই। এএফপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫