সিরাজগঞ্জে মুজিব বর্ষ একুশে বইমেলার উদ্বোধন

প্রকাশ: ফেব্রুয়ারি ১৬, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি সিরাজগঞ্জ

প্রতি বছরের মতো এ বছরও ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে শুরু হয়েছে সাত দিনব্যাপী মুজিব বর্ষ একুশে বইমেলা।

গতকাল সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত বইমেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত। মেলায় ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন প্রকাশনীর মোট ৬৩টি স্টল প্রদর্শন করা হয়। মেলার শুরুতেই দর্শক-ক্রেতার ভিড় লক্ষ করা গেছে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিএম সোহেল বলেন, প্রতি বছরের মতো এ বছরও আমরা বইমেলার আয়োজন করেছি। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৪টার থেকে রাত ৮টা পর্যন্ত।

এদিকে মেলা উদ্বোধনের আগে শেখ কামাল কলেজ অডিটোরিয়ামে বইমেলাকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফসহ অন্যরা বক্তব্য রাখেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫