শেখার গতি বাড়ায় সুগন্ধির ব্যবহার

প্রকাশ: ফেব্রুয়ারি ১৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

মানুষের মেজাজ মুহূর্তে পাল্টে দেয় সুগন্ধ। তবে শুধু মেজাজ পাল্টাতে নয়, সুগন্ধির ব্যবহার শেখার গতিও বাড়িয়ে দেয়। বিশেষ করে, ঘুমানোর সময় সুগন্ধির ব্যবহার পরীক্ষায় ভালো ফল অর্জনে ভূমিকা রাখে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য জানা গেছে। খবর মেডিকেল নিউজ টুডে।

গবেষকরা তাদের গবেষণার তথ্য সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশ করেছেন। এতে তারা জানান, নতুন জ্ঞান আহরণের সময় যদি আমরা কোনো সুগন্ধ নিই এবং একই ধরনের সুগন্ধ নিতে নিতে ঘুমাই, তাহলে পরবর্তী সময়ে আমরা সহজেই পাঠ মনে করতে পারি। এর আগে একাধিক গবেষণায়ও একই ধরনের প্রভাবের কথা জানা গিয়েছিল। তবে সাম্প্রতিক গবেষণায় বাস্তব জীবনে এর প্রয়োগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

গবেষণার জন্য গবেষকরা জার্মানির সিক্সথ গ্রেডের ৫৪ জন শিক্ষার্থীকে বাছাই করেন। গবেষকরা শিক্ষার্থীদের বাড়িতে ইংরেজি শব্দ শেখার সময় নিজেদের কাছে গোলাপের সুগন্ধযুক্ত স্টিক রাখতে বলেন। এক সপ্তাহ পর তাদের পরীক্ষা নেয়া হয়।

গবেষকরা শিক্ষার্থীদের চারটি আলাদা গ্রুপে ভাগ করেন। এদের মধ্যে একটি গ্রুপকে কোনো ধরনের সুগন্ধ নিতে দেয়া হয়নি। দ্বিতীয় গ্রুপের শিক্ষার্থীদের বাড়িতে শেখা এবং পরীক্ষার সময় গোলাপের সুগন্ধ নিতে দেয়া হয়। তৃতীয় গ্রুপকে বাড়িতে শেখা এবং ঘুমানোর সময় সুগন্ধ নিতে দেয়া হলেও পরীক্ষার সময় দেয়া হয়নি। চতুর্থ গ্রুপকে বাড়িতে শেখা, ঘুমানো পরীক্ষার সময় সুগন্ধ নিতে দেয়া হয়।

দেখা গেছে, প্রথম দুই গ্রুপের তুলনায় শেষের দুই গ্রুপ পরীক্ষায় ভালো ফল করেছে। এমনকি তৃতীয় গ্রুপের চেয়ে চতুর্থ গ্রুপের শিক্ষার্থীরা এককভাবে ভালো ফল করেছে। তবে পার্থক্যটা খুব বেশি নয়। অর্থাৎ ঘুমানোর সময় সুগন্ধ নিলে শেখার গতি বাড়ে।

গবেষণাপত্রটির প্রধান রচয়িতা . ইয়ুর্গেন করনমেয়ার বলেন, আমরা দেখিয়েছি যে সুগন্ধির ব্যবহার আমাদের প্রাত্যহিক জীবনে খুব নির্ভরযোগ্যভাবে কার্যকর এবং নির্ধারিত পদ্ধতিতে তা কাজে লাগানো যায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫