আবারো পেছাল অনন্ত বিজয় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

প্রকাশ: ফেব্রুয়ারি ১৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

 বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ আবার পিছিয়েছে। গতকাল চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ থাকলেও কোনো সাক্ষীকে আদালতে হাজির করেনি পুলিশ। ফলে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে দেন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা। সাক্ষীরা উপস্থিত না হওয়ায় এর আগেও একাধিকবার পিছিয়েছে চাঞ্চল্যকর এ মামলার শুনানি। বারবার তারিখ পেছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অনন্তর স্বজন ও এ মামলার আইনজীবীরা।

জানা যায়, এ মামলার মোট ২৯ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নানা অজুহাতে বারবার পিছিয়ে যাচ্ছে সাক্ষ্যগ্রহণের তারিখ। মামলার বিচার কার্যক্রম ছয় মাসের মধ্যে সম্পন্ন করার জন্যে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তবে অনেক আগেই পেরিয়ে গেছে এ সময়সীমা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫