বিশ্বের জনপ্রিয় ১০ ওয়েবসাইট

প্রকাশ: ফেব্রুয়ারি ১৪, ২০২০

গুগল, ইয়াহু কিংবা ফেসবুকের মতো অনেক ওয়েবসাইটের সঙ্গে আমাদের পরিচয় রয়েছে এগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনটি? অথবা জনপ্রিয় ১০টি ওয়েবসাইটের তালিকা প্রস্তুত করা হলে কোনগুলো স্থান পাবে? সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট হওয়া ১০ ওয়েবসাইটের একটি তালিকা প্রকাশ পেয়েছে তালিকায় স্থান পাওয়া ওয়েবসাইটগুলো নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব

গুগল: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ভিজিট হওয়া ওয়েবসাইট তালিকায় শীর্ষে রয়েছে গুগল ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই বন্ধু ল্যারি পেজ সের্গেই ব্রিন মিলে গুগল প্রতিষ্ঠা করেছিলেন এখন বৈশ্বিক সার্চ সেবা খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগল আজকের অবস্থানে উঠে আসতে গুগলের কয়েক বছর সময় লেগেছে বলা হয় গুগল কাউকে ফেরায় না বাস্তবিক অর্থেও তা-, যেকোনো বিষয়ে অনুসন্ধান করলে গুগল তার কার্যকর ফলাফল দিয়ে আসছে

ইউটিউব: গুগল নিয়ন্ত্রিত জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ২০০৫ সালে সাবেক তিন পেপাল কর্মী ইউটিউব প্রতিষ্ঠা করেছিলেন ২০০৬ সালের নভেম্বরে ১৬৫ কোটি ডলারে ইউটিউব অধিগ্রহণ করে গুগল এরপর প্লাটফর্মটির ব্যবহারকারী ক্রমে বাড়তে থাকে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট হয় ইউটিউব এছাড়া সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে ইউটিউব বিশ্বব্যাপী অসংখ্য মানুষ বিভিন্ন ভিডিও দেখতে ইউটিউব ব্যবহার করছে


ফেসবুক: বিশ্বের সবচেয়ে বৃহৎ সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক ২০০৪ সালের ফেব্রুয়ারি আরো চার সহপাঠীকে নিয়ে কলেজ ডরমিটরিতে ফেসবুকের কার্যক্রম শুরু করেছিলেন মার্ক জাকারবার্গ এখন বিশ্বের তৃতীয় শীর্ষ জনপ্রিয় ওয়েবসাইটটি হলো ফেসবুক বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ রক্ষায় প্রায় ২৫০ কোটি মানুষ প্রতি মাসে সক্রিয়ভাবে প্লাটফর্মটি ব্যবহার করছে শুরুর দিকে এর নাম ছিল দ্যফেসবুক ডটকম ফেসবুকের কার্যক্রম এখন শুধু সামাজিক যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নেই ডিজিটাল বিজ্ঞাপন প্রদর্শনেরও অন্যতম প্লাটফর্ম হয়ে উঠেছে এটি


বাইদু: চীনভিত্তিক ইন্টারনেট-সংশ্লিষ্ট বহুজাতিক প্রযুক্তি কোম্পানি বাইদু ইনকরপোরেশন কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি নানা ধরনের ইন্টারনেট-সংশ্লিষ্ট সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি ২০০০ সালের জানুয়ারিতে কার্যক্রম শুরু করে বাইদু এরই মধ্যে বিশ্বের চতুর্থ শীর্ষ জনপ্রিয় ওয়েবসাইটের তকমা দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি বাইদুর সেবা ব্যবহারকারী বেশির ভাগই চীনের  দেশটিতে গুগলের অনেক সেবা ব্লক থাকায় ক্রমান্বয়ে বাইদুর সেবাগ্রহীতা বাড়ছে চীনা বিনিয়োগকারী রবিন লির ইন্টারনেট উদ্যোগের কর্মী সংখ্যা ৪৫ হাজার ৮৮৭ ছাড়িয়েছে


উইকিপিডিয়া: বিশ্বের পঞ্চম সর্বোচ্চ ভিজিট হওয়া ওয়েবসাইট হলো উইকিপিডিয়া ২০০১ সালের ১৫ জানুয়ারি উইকিপিডিয়ার যাত্রা হয় ইন্টারনেট মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া বিশ্বব্যাপী ৩০৯টি ভাষায় ব্যবহার করা যায়

সব ভাষা মিলিয়ে এতে প্রায় সাড়ে তিন কোটির বেশি নিবন্ধ রয়েছে উইকিপিডিয়ার সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা লাখ ১৫ হাজার ১৪৭ জনে পৌঁছেছে এছাড়া সাইটটির নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ১৪৪ জন

 

সূত্র: গ্যাজেটস নাউ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫