কানাডায় গ্যাস পাইপলাইনের বিরুদ্ধে নৃগোষ্ঠীগুলোর বিক্ষোভ

প্রকাশ: ফেব্রুয়ারি ১৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

কানাডার দূর-পশ্চিমে একটি গ্যাস পাইপলাইন নির্মাণের বিরুদ্ধে নৃগোষ্ঠীগুলোর প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়েছে পাইপলাইনের বিরুদ্ধে আন্দোলনরতদের বিক্ষোভে কানাডায় ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দেয় এছাড়া বিক্ষোভকারীরা অবরোধ সরকারি দপ্তরের সামনে ধর্মঘট পালন করে খবর এএফপি

কোস্টাল গ্যাস লিংক প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের বিরোধিতা করছেন ব্রিটিশ কলম্বিয়ার উয়েত্সুউয়েতেন জাতিগোষ্ঠীর প্রধানরা পাইপলাইন স্থানীয় পরিবেশ নৃগোষ্ঠীর ঐতিহ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন তারা এদিকে বিগত কয়েক দিনের আন্দোলনের মধ্যে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ আদালতের একটি নির্দেশ বাস্তবায়ন বিক্ষোভকারীদের বাধা দিলে অন্যান্য গোষ্ঠীর মধ্যে ক্ষোভ দেখা দেয় ফলে অন্যান্য জাতিগোষ্ঠীর প্রধানরাও আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন

স্থানীয় সময় মঙ্গলবার বিক্ষোভকারীদের কর্মসূচির কারণে টরন্টো, অটোয়া মন্ট্রিয়লের একটি গুরুত্বপূর্ণ সংযোগ রেললাইন বন্ধ হয়ে যায় লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত কানাডিয়ান নেটওয়ার্কের কিছু উল্লেখযোগ্য অংশ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে

এদিকে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সরিয়ে নেয়ার ৬৭০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের নির্মাণ বন্ধের দাবি জানিয়ে টরন্টোয় ইন্ডিজেনাস রিলেশনস মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা একই সময় অটোয়ায় বিচার বিভাগের সামনে ধর্মঘট কর্মসূচি পালন করা হয় এর বাইরে ভিক্টোরিয়ায় ব্রিটিশ কলম্বিয়ার পার্লামেন্টের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা

এদিকে কয়েক দিন ধরে চলমান আন্দোলনের মধ্যে সোমবার কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫