বুয়েট অ্যালামনাইয়ের ১২তম গ্র্যান্ড রিইউনিয়ন

প্রকাশ: ফেব্রুয়ারি ১০, ২০২০

ফিচার প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যালামনাই আয়োজিত বুয়েট অ্যালামনাই গ্র্যান্ড রিইউনিয়ন ২০২০-এর ১২তম মহামিলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় দিনব্যাপী বুয়েটের খেলার মাঠে মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক . আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক বুয়েটের উপাচার্য অধ্যাপক . সাইফুল ইসলাম। বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি জাতীয় অধ্যাপক . জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অ্যালামনাইয়ের সমন্বয়ক অধ্যাপক . মিজানুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব . সাদিকুল ইসলাম ভূঁইয়া। মূল বক্তৃতাপুনর্মিলনী ২০২০: আশা-হতাশা-ভালোবাসার বুয়েটউপস্থাপন করেন অধ্যাপক . আইনুন নিশাত।

বর্ণাঢ্য মহামিলনে সহস্রাধিক প্রকৌশলীসহ প্রায় তিন হাজার গণ্যমান্য ব্যক্তির পদচারণায় মুখরিত প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে আরো ছিল স্মৃতিচারণ, স্পোর্টস, গেমস, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আপ্যায়ন, সাংস্কৃতিকসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান।

বুয়েট অ্যালামনাই প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। সংগঠনটির বর্তমান সদস্যসংখ্যা হাজার ২০০ জন। বিগত ১৬ বছরের প্রচেষ্টায় প্রতিষ্ঠানের কার্যক্রমের নানা দিকে বিকাশ ঘটেছে। গত এক দশকের মধ্যে বুয়েট অ্যালামনাই বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। কার্যক্রমের প্রথম প্রোগ্রাম হলো সেমিনার গোলটেবিল বৈঠক। প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আলোচনা এবং সুপারিশ করা। কার্যক্রমের দ্বিতীয় প্রোগ্রামে বুয়েট অ্যালামনাই ছাত্র-ছাত্রীদের গবেষণায় উৎসাহ প্রদানে ২০১০ সাল থেকে আর্থিক সহায়তা দিয়ে আসছে। প্রকল্পে ছাত্র-ছাত্রীদের গবেষণার ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ বা উপস্থাপনা করার কাজে অনুদান দেয়া হয়। প্রোগ্রামের আওতায় অ্যালামনাইদের চিকিৎসা সহায়তাও দেয়া হয়। গুরুতর অসুস্থ আর্থিক সঙ্গতিহীন অ্যালামনাইদের চিকিৎসার জন্য সাহায্য করার একটি প্রকল্প চলমান আছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫