অডিটরস প্যানেলের হালনাগাদ তালিকা প্রকাশ

প্রকাশ: ফেব্রুয়ারি ০৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনকারী কোম্পানির আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য হালনাগাদ অডিটরস প্যানেলের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এতে অডিট ফার্ম, তাদের পার্টনার ও বিদেশী অ্যাফিলিয়েশনের তালিকা প্রকাশ করা হয়েছে।

নতুন তালিকায় মোট ৩৮টি অডিট ফার্মের নাম রয়েছে। এসব ফার্ম ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত বা আইপিওতে আবেদনকারী কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন অন্য কেউ নিরীক্ষা করতে পারবে না। ফার্মগুলো হলো এ. হক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, . কাশেম অ্যান্ড কোং, . ওয়াহাব অ্যান্ড কোং, একনাবিন, আহমেদ মাশুক অ্যান্ড কোং, আহমেদ জাকির অ্যান্ড কোং, আর্টিসান, আশরাফ উদ্দিন অ্যান্ড কোং, আজিজ হালিম খায়ের চৌধুরী, এফএএমইএস অ্যান্ড আর জে কিবরিয়া অ্যান্ড কোম্পানি, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, হুসেন ফাহাদ অ্যান্ড কোং, ইসলাম আফতাব আমরুল অ্যান্ড কোং, ইসলাম কাজী শফিকুল অ্যান্ড কোং, কেএ আলম অ্যান্ড কোং, কেএম হাসান অ্যান্ড কোং, কাজী জহিরুল অ্যান্ড কোং, খান ওহাব শফিক রহমান, এমজে আবেদিন অ্যান্ড কোং, এমএম রহমান অ্যান্ড কোং, এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, মাহফেল হক অ্যান্ড কোং, মালেক সিদ্দিকি ওয়ালি, মসিহ মুহিত হক অ্যান্ড কোং, নুরুল ফারুক হাসান অ্যান্ড কোং, অক্টোখান, পিনাকি অ্যান্ড কোং, রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং, রহমান রহমান হক, এসএফ আহমেদ অ্যান্ড কোং, এসকে বড়ুয়া অ্যান্ড কোং, শফিক বসাক অ্যান্ড কোং, সিরাজ খান বসাক অ্যান্ড কোং, সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং, তোহা খান জামান অ্যান্ড কোং ও জোহা জামান কবির রশিদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫