লুটেরা ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কানাডায় সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

প্রকাশ: ফেব্রুয়ারি ০৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক

লুটেরা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কানাডায় বসবাসরত বাংলাদেশীরা। গত রোববার সন্ধ্যায় লুটেরা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আয়োজিত মানববন্ধনে তারা ঘোষণা দেন। তারা বলেন, কানাডাকে বাংলাদেশের লুটেরা অর্থ পাচারকারীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না।

বাঙালিপাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থে অনুষ্ঠিত মানববন্ধনে শহরের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশী কানাডিয়ানরা অংশ নেন। বাংলাদেশ থেকে দুর্নীতি ব্যাংকিং খাত থেকে অর্থ আত্মসাত্ করে কানাডায় পাচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিসংবলিত ব্যানার পোস্টার নিয়ে তারা লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকায় কানাডায় বসবাসরত বাংলাদেশী লুটেরাদের তথ্য প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য কানাডার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।

প্রতিবাদকারীরা বলেন, কানাডা বাংলাদেশ সরকারকে যৌথভাবেই এসব লুটেরার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসতে হবে।

লুটেরা অর্থ পাচারকারীদের শাস্তির দাবিতে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এর আগেও মানববন্ধন প্রতিবাদ সমাবেশ হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫