পেটের ডান দিকে অস্বস্তিকর ব্যথা?

প্রকাশ: ফেব্রুয়ারি ০১, ২০২০

ফিচার ডেস্ক

পেটের ডান দিকে ব্যথা। ব্যথার সঙ্গে অনেকেরই পরিচয় আছে। হঠাৎ হঠাৎ ব্যথার উদয় হয়। খুব তীব্র। কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক কী কারণে এটি হয়। ব্যথা নানা রোগের লক্ষণের সঙ্গে সম্পর্কিত। তাই হয়তো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া কষ্টকর। খুব বেশিক্ষণ ব্যথা স্থায়ী থাকে না। খুব গুরুতর না হলেও মাঝে মাঝে ব্যথা ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। কারণে চিকিৎসকরা পেটের ডান দিকে ব্যথা হলে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন। পেটের ডান দিকে ব্যথা ঠিক কী কী কারণে হতে পারে, জেনে নেয়া যাক

গ্যাসের সমস্যার কারণে হতে পারে। সাধারণত গ্যাস হলে পেটের বাঁ দিকে ব্যথা হয়। কিন্তু চিকিৎসক ফিনকেলস্টন বলছেন, কখনো কখনো ব্যথা সরে গিয়ে ডান দিকে অনুভব হতে পারে। ডায়েট পরিবর্তন কিংবা অনেক বেশি ব্রোকলি, ফুলকপি, মটরশুঁটি ধরনের খাবার খাওয়া হলে পেটে অ্যাসিডিটি হতে পারে।

বদহজমের কারণেও হতে পারে। বদহজম হলে পেটের উপরের অংশে ব্যথা হয়। তবে ব্যথা ডান দিকে স্থানান্তরিত হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস এবং হজম কিডনিজনিত রোগের (এনআইডিডিকে) তথ্যমতে, বদহজম খুব গুরুতর কিছু না। খুব দ্রুত খাওয়া, অ্যালকোহল বা কফিজাতীয় পানীয় পান করা, টমেটো, অ্যাসিডযুক্ত খাবার খাওয়ার ফলে বদহজম হয়। তবে ব্যথা যদি দুই সপ্তাহের বেশি থাকে তবে চিকিৎসকের কাছে যেতে হবে।

পেশি ব্যথাও এর জন্য দায়ী। খুব দ্রুত দৌড়ানোর কারণে অনেক সময় পেটের ডান দিকে ব্যথা হয়। মাথার ওপরে হাত দিয়ে থাকলে অনেকটা প্রশান্তি অনুভব হয়। ফিনকেলস্টন বলেছেন, রকম হলে দৌড়ানো বন্ধ রাখতে হবে। শ্বাসতন্ত্রকে স্ট্রেসমুক্ত রাখতে বরং হালকা নড়াচড়া, ব্যায়াম করতে হবে। 

জিমে ব্যায়াম করার সময় ভারী কিছু তোলার কারণে হার্নিয়ার সমস্যা হয়। এটি পেটের ডান দিকে ব্যথা সৃষ্টি করে। হার্নিয়ার কারণে বেশির ভাগ সময় পেটের ভেতর, বুক হিপে ব্যথা হয়। হার্নিয়ার ফলে টিস্যু দুর্বল হয়, কোনোকিছু তোলার সময় ব্যথা করে।

পেটের ডান দিকে ব্যথা হওয়ার জন্য অ্যাপেন্ডিসাইটিসকে তালিকার বাইরে রাখা যাবে না। ব্যথা পেটের উপরের অংশে শুরু হয়ে ডান দিকে সরে আসে। সময় খেয়াল রাখতে হবে, বসতে কিংবা সোজা হয়ে শুতে কোনো সমস্যা হচ্ছে কিনা? এটাকে এড়িয়ে যাওয়া যাবে না। অ্যাপেন্ডিসাইটিস হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। রকম ব্যথা হলে চিকিৎসকের কাছে যেতে হবে। যদি বিষয়টি এড়িয়ে যান, তবে অ্যাপেন্ডিকস ফেটে যেতে পারে।

নারীদের জরায়ুর উভয় পাশে ওভারি থাকে। অনেক সময় ওভারিতে সিস্ট হওয়ার কারণেও ব্যথা হয়। সিস্ট অনেক বড় হয়, যে কারণে ব্যথা হয়। পেটের ডান দিকে সিস্ট হলে ব্যথা বমি অনুভব হবে।

যেটাই হোক না কেন, পেটের ডান দিকে তীব্র ব্যথা অনুভব হলে এবং সেটি যদি বেশি সময় ধরে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তাদের প্রয়োজনীয় পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করতে হবে।

 

সূত্র: দ্য হেলদি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫