অর্থবছরের প্রথমার্ধ

৬০ লাখ ইউনিট আইফোন এসই ২ উৎপাদনের পরিকল্পনা অ্যাপলের

প্রকাশ: ফেব্রুয়ারি ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

চলতি অর্থবছরের প্রথমার্ধে ১১ কোটি ৬০ লাখ ইউনিট নতুন আইফোন উৎপাদনের লক্ষ্যে কাজ করছে অ্যাপল। এর মধ্যে আইফোনের সাশ্রয়ী সংস্করণআইফোন এসই থাকবে ৬০ লাখ ইউনিট। সম্প্র্রতি কোহেন অ্যান্ড কোম্পানির গবেষক কৃশ শঙ্কর অ্যাপলের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে পাঠানো একটি নোট বিশ্লেষণ করে এমন পূর্বাভাসই দিয়েছেন। খবর এনডিটিভি।

অ্যাপল গত উৎসব মৌসুমে সাত কোটি ইউনিট আইফোন উৎপাদন করেছে। এর মধ্যে আইফোন ১১ এবং আইফোন ১১ প্রো ছিল ৭৪ শতাংশ বা কোটি ২০ লাখ ইউনিট।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে সামগ্রিকভাবে কোটি ৬০ লাখ ইউনিট আইফোন উৎপাদনের পরিকল্পনা রয়েছে অ্যাপলের, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ১২ শতাংশ বেশি। চলতি প্রান্তিকে মোট উৎপাদনের আইফোনের মধ্যে ৬০ লাখ ইউনিট আইফোন এসই থাকবে বলে মনে করা হচ্ছে। 

বিশ্লেষকদের ভাষ্যে, টানা কয়েক প্রান্তিক ধরে খারাপ সময় পার করছে অ্যাপল। আইফোন বিক্রি বাড়াতে আইফোনের বিভিন্ন মডেলের দাম কমানোর পাশাপাশি সাশ্রয়ী আইফোন এসইর পরবর্তী সংস্করণ আইফোন এসই -এর উৎপাদন সরবরাহ বাড়ানোয় জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫