ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিয়ে মামলা

৫৫ কোটি ডলারে নিষ্পত্তি চায় ফেসবুক

প্রকাশ: ফেব্রুয়ারি ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক ফেসিয়াল রিকগনিশন (চেহারা শনাক্তকরণ) প্রযুক্তি নিয়ে একটি ক্লাস অ্যাকশন মামলার নিষ্পত্তি চায়। এজন্য ৫৫ কোটি ডলার পরিশোধে রাজি আছে প্রতিষ্ঠানটি। গত বুধবার ফেসবুকের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। খবর হিন্দুস্থান টাইমস।

ফেসবুকের বিরুদ্ধে দায়ের মামলাটিতে দাবি করা হয়, কয়েক কোটি ব্যহারকারীর অনুমতি ছাড়াই ফেসবুক কর্তৃপক্ষ অবৈধভাবে তাদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহ সংরক্ষণ করেছে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ফেসবুকের বিরুদ্ধে ফেসিয়াল রিকগনিশন মামলা করা হয়। এতে অভিযোগ আনা হয়, ফেসবুক অঙ্গরাজ্যটির বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি অ্যাক্ট লঙ্ঘন করে অবৈধভাবে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করেছে। কাজটি করতে প্রতিষ্ঠানটি ট্যাগ সাজেশন ফিচার নামের একটি টুলস ব্যবহার করে।

আইন সংস্থা এডেলসন, রবিনস গেলার লাবাটন সাচহারো এক বিবৃতিতে জানিয়েছে, মামলাটি নিষ্পত্তির জন্য ফেসবুককে এখন অঙ্গরাজ্যটির ডিস্ট্রিক্ট কোর্টে প্রাথমিক অনুমোদনের আর্জি জানাতে হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫