চীন থেকে আগতদের তালিকা চেয়ে সব জেলায় নির্দেশনা

প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক

চীন থেকে আগতদের তালিকা চেয়ে জেলাগুলোয় নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার সিভিল সার্জন বরাবর নির্দেশনা পাঠানো হয়েছে।

আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরার পক্ষ থেকে দেয়া নির্দেশনায় করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত করতে সর্বশেষ ১৪ দিনে চীন থেকে আগত নাগরিকদের তালিকা দিতে বলা হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে সরকারি পদক্ষেপ সহজীকরণ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তালিকা চাওয়া হয়েছে। নির্দেশনায় সব সিভিল সাজর্নকে স্বাস্থ্যকর্মীদের বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

একইভাবে আইইডিসিআরের পক্ষ থেকে চীন ভ্রমণ সম্পর্কিত করণীয় জানিয়ে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ   ব্যবসায়িক ভ্রমণ বিষয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স ইন্ডাস্ট্রি বরাবর নির্দেশনা দেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫