রোহিতের জোড়া ছক্কায় সিরিজ ভারতের

প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২০

সুপার ওভারের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ দুই বলে জোড়া ছক্কা মেরে দলকে নাটকীয় জয় উপহার দিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। জয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ নিজেদের করে নিল বিরাট কোহলির দল, এখনো দুই ম্যাচ বাকি। 

গতকাল হ্যামিল্টনে নির্ধারিত ২০ ওভারে দুই দলের সংগ্রহই ছিল ১৭৯ রান। তাই ম্যাচ নিষ্পত্তির জন্য প্রয়োজন হয় সুপার ওভারের। জসপ্রিত বুমরার করা সুপার ওভার থেকে ১৭ রান তুলে নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন মার্টিন গাপটিল। জয়ের জন্য ভারতের সামনে সমীকরণ দাঁড়ায় বলে ১৮ রান। টিম সাউদির প্রথম বল থেকে মাত্র রান আসে। শেষ দুই বল থেকে ১০ রান করার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ভারত। এই কঠিন সমীকরণ মিলিয়ে ফেললেন রোহিত। মারলেন পর পর দুটি ছয়। শেষ বলে প্রয়োজন ছিল চার রানের। কিন্তু ছক্কাতেই জয় নিশ্চিত করলেন রোহিত।

এর আগে রোহিতের ব্যাটে (৪০ বলে ৬৫) ভর দিয়ে কিউইদের ১৮০ রানের টার্গেট দেয় ভারত। জবাবে কেন উইলিয়ামসন ৪৮ বলে ৯৫ রানের ইনিংস খেলেও জেতাতে পারেননি দলকে। ক্রিকইনফো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫