যশোর কেন্দ্রীয় কারাগার

হদিস নেই ৪০টি করপোরেট সিম কার্ডের

প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোর কেন্দ্রীয় কারাগারের জন্য বরাদ্দকৃত মোবাইল ফোন কোম্পানির করপোরেট সিম কার্ডের ৪০টির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সিম কার্ডগুলো কারাগারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ব্যবহার করতেন। তবে এগুলোর এখন কোনো হদিস না মেলায় গতকাল কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন কারাগারের নবনিযুক্ত জেলার তুহিন কান্তি খান।

বিষয়ে জেলার তুহিন কান্তি খান জানান, মাসখানেক হলো তিনি সাতক্ষীরা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বদলি হয়ে এসেছেন। ঢাকার কারা প্রিজন কর্তৃপক্ষ বিভিন্ন সময় যশোর কারাগারের কর্মকর্তাদের মধ্যে অর্ধশত সিম কার্ড বরাদ্দ দিয়েছিল। গ্রামীণফোন কোম্পানি থেকে করপোরেট সিম কার্ডগুলো সরবরাহ করা হয়েছিল। কিছুদিন আগে ঢাকা থেকে চিঠি দিয়ে বরাদ্দকৃত সিম কার্ডের ব্যবহার বিষয়ে খোঁজখবর নেয়া হয়। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, কয়েকটি বাদে ৪০টি সিম কার্ড বন্ধ। সেগুলো কোথায় আছে তাও জানা যায়নি। ফলে তিনি বিষয়ে কোতোয়ালি থানায় জিডি করেছেন।

জিডি করার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, সিম কার্ডগুলো কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখবে পুলিশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫