এসডিজির লক্ষ্য অর্জন

সাড়ে ২৩ হাজার কোটি ডলার প্রয়োজন পাকিস্তানের

প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২০

বণিক বার্তা ডেস্ক

জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিদ্যুৎ, ডিজিটাল প্রবেশাধিকার, পরিবহন এবং বিশুদ্ধ পানি পয়োনিষ্কাশন লক্ষ্য অর্জনে ২০৩০ সাল নাগাদ অন্তত ২৩ হাজার ৪৫০ কোটি ডলার প্রয়োজন পড়বে পাকিস্তানের। সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে। খবর ডন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জানায়, রূপরেখা অনুসারে উদীয়মান বাজারগুলোয় বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জন্য ১০ ট্রিলিয়ন ডলারের সুযোগ রয়েছে। পাকিস্তানে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিদ্যুৎ খাতে হাজার ৯৩০ কোটি ডলার, ডিজিটাল প্রবেশাধিকার খাতে হাজার ৬৬০ কোটি ডলার, পরিবহন খাতে হাজার ৮৫০ কোটি ডলার এবং বিশুদ্ধ পানি পয়োনিষ্কাশন খাতে ৪০০ কোটি ডলার প্রয়োজন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫