১৯ কোটি ৭৯ লাখ টাকা ঋণ আত্মসাৎ

ইলিয়াস ব্রাদার্সের এমডিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক

জাল দলিলে এবি ব্যাংকের ১৯ কোটি ৭৯ লাখ টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামসুল আলমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১-এ সংস্থাটির উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন নাহার ট্রেডিং করপোরেশন লিমিটেডের এমডি মো. শোয়াইব, মাররীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান ও এমডি জহির আহাম্মদ এবং এবি ব্যাংকের সাবেক এসভিপি ও রিলেশনশিপ ম্যানেজার আশরাফুল আজিজ। ২০১০ সালের ২৯ জুলাই থেকে ১৭ আগস্টের মধ্যে এ টাকা আত্মসাতের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, আসামিরা প্রতারণা, জাল জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ভুয়া দলিল দাখিল করে এবি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ১৯ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৮২২ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫