এমআইএসটির ১৮তম গ্র্যাজুয়েশন সেরিমনি

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২০

মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ১৮তম গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। সেরিমনিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে মেডেল সনদ বিতরণ করেন। তিনি অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মহান ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, পিএসও এএফডি লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, অধ্যাপক . জামিলুর রেজা চৌধুরী, প্রতিরক্ষা সচিব আবদুল্লা আল মহসিন চৌধুরী, বিইউপির ভিসি মেজর জেনারেল এমদাদ-উল-বারী এবং এমআইএসটি কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান উপস্থিত ছিলেন।আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫