ফরিদপুরে শুরু বঙ্গবন্ধু স্কুল হকি

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২০

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার ফরিদপুর পর্ব শুরু হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আসরের ফরিদপুর পর্বের উদ্বোধনী ম্যাচে পটুয়াখালীর সরকারি জুবিলি স্কুল টাইব্রেকারে - গোলে ফরিদপুর পুলিশ লাইনস স্কুলকে হারিয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলের ৮০টি স্কুল নয়টি আঞ্চলিক ভেনুতে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশগ্রহণ করছে। চট্টগ্রাম কুমিল্লার পর গতকাল শুরু হলো ফরিদপুর ভেনুর খেলা। আগামী ফেব্রুয়ারি রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হবে রংপুর ভেনুর খেলা।

শেখ জামাল স্টেডিয়ামে পর্বের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার। সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মুজিবুল হক ফিরোজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ম্যানেজার লতিফুর রহমান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫