২০১৯ সালে চীনের পরিবহন খাতে জোরালো উন্নয়ন

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২০

বণিক বার্তা ডেস্ক

২০১৯ সালে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের পরিবহন খাতের বড় ধরণের উন্নয়ন ঘটেছে। গত বছর দেশটির পরিবহন খাতের ব্যাপ্তি বেড়েছে, ঘটেছে অবকাঠামোগত উন্নয়ন। সম্প্রতি চীনের পরিবহন নিয়ন্ত্রক সংস্থার পরিসংখ্যানে তথ্য উঠে এসেছে। খবর সিনহুয়া।

পরিবহন মন্ত্রণালয়ের (এমওটি) প্রাক্কলন অনুসারে, ২০১৯ সালে পরিবহন খাতের স্থায়ী-সম্পদে (ফিক্সড-অ্যাসেট) বিনিয়োগের পরিমাণ বছরওয়ারি দশমিক শতাংশ বেড়ে প্রায় ৪৬ হাজার ৮০০ কোটি ডলারে ( দশমিক ২২ ট্রিলিয়ন ইউয়ান) দাঁড়াবে।

সড়ক জলপথের পরিবহনে বিনিয়োগের পরিমাণ বছরওয়ারি দশমিক শতাংশ বেড়ে মোট ৩৩ হাজার ৪৪৫ কোটি ডলারে দাঁড়াতে পারে, যা বছরটির জন্য পরিকল্পিত ২৫ হাজার ৯৪৯ কোটি ডলারের চেয়ে বেশি।

গত বছর চীনের পরিবহন উপখাতে অবকাঠামোগত উন্নয়ন দেখা গেছে। এর মধ্যে রেল বেসরকারি বিমান চলাচলে যাত্রী সক্ষমতা শক্তিশালী হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫