করোনাভাইরাস

চীনে পেছাল হুয়াওয়ের ডেভেলপার সম্মেলন

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২০

বণিক বার্তা ডেস্ক

উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে ডেভেলপার সম্মেলন পিছিয়ে দিয়েছে হুয়াওয়ে। আগামী ১১ ১২ ফেব্রুয়ারি চীনের শেনজেন শহরে এইচডিসি ডটক্লাউড ২০২০ নামের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ২৭ ২৮ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর দ্য ভার্জ।

হুয়াওয়ের সম্মেলন আইটি ডেভেলপারদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। এর প্রচারণায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আমরা আয়োজনের মাধ্যমে ৩০ বছরে উদ্ভাবিত আইসিটি প্রযুক্তি সক্ষমতা শেয়ার করতে চাই।

করোনাভাইরাসের কারণে যোগাযোগ বন্ধ হয়ে উহান প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরটিতে কোটি ১০ লাখের বেশি মানুষ বসবাস করে। তবে ভাইরাসটি এরই মধ্যে উহান ছাড়াও বিভিন্ন দেশ এবং অন্যান্য চীনা শহরে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

তবে হুয়াওয়েই একমাত্র টেক কোম্পানি নয়, যা করোনাভাইরাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এর আগে ফক্সকনের সিইও তার কর্মীদের আসন্ন চান্দ্রবর্ষ বরণ উৎসব উপলক্ষে চীনে না যাওয়ার পরামর্শ দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫