ব্রাজিলে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন কোটি ব্যারেল ছাড়িয়েছে

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২০

বণিক বার্তা ডেস্ক

বিদায়ী বছরে ব্রাজিলে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন কোটি ব্যারেল ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে এবারই প্রথম দেশটিতে জ্বালানি পণ্যটির গড় উত্তোলন কোটি ব্যারেলের মাইলফলক ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।

ব্রাজিলের ন্যাশনাল অয়েল রেগুলেটর জানিয়েছে, ২০১৯ সালে দেশটিতে প্রতিদিন গড়ে কোটি লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৭৮ শতাংশ বেশি।

মাসভিত্তিক হিসেবে সর্বশেষ ডিসেম্বরে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন দাঁড়িয়েছে ৩১ লাখ হাজার ব্যারেলে, যা আগের মাসের তুলনায় দশমিক ৫২ শতাংশ বেশি। ২০১৮ সালের একই সময়ের তুলনায় গত ডিসেম্বরে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলনে ১৫ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।

ওপেক ওপেক প্লাস জোটের বাইরে যুক্তরাষ্ট্রের পর একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ জ্বালানি তেল উৎপাদক ব্রাজিল। দেশটিকে সদস্য করতে দীর্ঘদিনের প্রয়াস ছিল জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের। তবে এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও ব্রাজিল এখন ওপেকে যোগ দেয়ার বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী বেন্তো আল বুকেরকুয়ে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫