মানুষের জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন এসেছে —চুয়েটে পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, গত ১৫ বছরে দেশের মানুষের জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ পরিবর্তনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শামসেন নাহার খান আবাসিক ছাত্রী হলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশটাকে আমাদের মতো করেই গড়ে তোলার সুযোগ পেয়েছি। এখন যদি আমরা অবকাঠামোগত উন্নয়ন না করি, তবে পরবর্তী প্রজন্ম ঠিকই করবে।

চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম-৬ আসনের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫