মুজিব বর্ষ ভিক্টোরিয়ানস টি২০ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২০

ক্রীড়া প্রতিবেদক

মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে শনিবার রাতে কুমিল্লার লালমাই উপজেলা মাঠে মুজিব বর্ষ ভিক্টোরিয়ানস ক্রিকেট টি২০ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন নাফিসা কামাল, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ গণ্যমান্যরা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় দেশবরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বঙ্গবন্ধুর পরিবারের বিভিন্ন সদস্যের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। এতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা যে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ এবং দেশের জন্য সুনাম বয়ে এনেছেন, সে বিষয়গুলো তুলে ধরা হয়। এ টুর্নামেন্ট সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো একটা লক্ষ্য সামনে রেখে কাজ করলে সবাইকে সম্পৃক্ত করা যায়। আমি যদি এটি শুরু করতে পারি তাহলে অন্যান্য এমপি, মন্ত্রী মহোদয়রাও এগিয়ে আসবেন। এভাবে এ আয়োজন সারা দেশেই ছড়িয়ে পড়বে। এতে নতুন খেলোয়াড় যেমন উঠে আসবে, তেমনি দেশের মানুষের মধ্যে বঙ্গবন্ধুর চেতনাকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়া যাবে।

কুমিল্লার মোট ১৭টি উপজেলার ১৭টি দল ও সিটি করপোরেশনসহ ১৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। ২৮ জানুয়ারি শুরু হবে মাঠের খেলা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫