সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২০

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আইন পরিপালন করে সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) ২৪ জানুয়ারি স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের খিলগাঁও থানার ৭৫ নং ওয়ার্ডে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দুই একর জমির ওপর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এবং নারায়ণগঞ্জ- আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সে লক্ষ্য অর্জনের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কাজ করছে। অস্থায়ী ক্যাম্পাস থেকে স্থায়ী ক্যাম্পাসে খুব দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।

সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. আবুল বাশার, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন মোল্লা, রেজিস্ট্রার এসএম নূরুল হুদাসহ আমন্ত্রিত অতিথিরা।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫